• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় দুস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে অর্থ ও খাদ্য বিতরন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবুর জাতীয় ক্রীয়া পুরস্কারের অর্থ দিয়ে দুস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে নগত অর্থ ও পুষ্টিকর খাদ্র ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে। “পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে পুষ্টিহীন শিশু স্বাস্থ্য সহায়তা উদ্যোগে সকাল ১০ টায় শহরের ডি বি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিদের সাথে নিয়ে পুষ্টিহীন শিশুদের সহায়তায় প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বাবুর সহায়তায় পুষ্টিহীন শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ অনন্য দৃষ্টান্ত। এই মানবিক কাজটি মাইলফলক হয়ে থাকবেন। তিনি ইতিপূর্বে মানবসেবায় অগ্রণী ভূমিকা রেখেছেন। সমাজে যাদের সমার্থ আছেন এমন তাদের সেবা কর্মকাণ্ড করলে ভাল হত। সমর্থ্যবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানদের পুষ্টিকর খাবার গ্রহণের সাথে সাথে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে হবে। আগামীতে শিশুদের পুষ্টি সহায়তা বিতরণের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত রাখতে চান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ,প্রাক্তন অধ্যক্ষ দিলারা জামান, ডিবি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ জাহিদা আক্তার মিতা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ রাহুল রায়,জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি শেখ নাসেরুল হক, আম্পার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ক ম আখতারুজ্জামান মুকুল, আবুল খায়ের গ্রুপের রিজিওনাল ম্যানেজার শাহরিয়ার হোসেন, বেকিং দা সাইলেন্সের পরিচালক শেখ শরিফুল ইসলাম, ক্রীয়া ব্যক্তিত্ব ইকবাল কবির খান বাপ্পি। এসময় ডিবি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক শিক্ষার্থী ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাহিত্যিক আব্দুল ওহাব আজাদ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা