• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ক্যাম্প

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের মৌলিক বিষয় ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটায় কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তিনদিন ব্যাপী ক্যম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদূত কুমার বিশ্বাস, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, আইসিটি শিক্ষক আকরাম হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও আর এস এল শোভারানী বড়ুয়া। কলেজের প্রভাষক ও রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা কর্ণ বিশ্বাস, সহকারী দলনেতা ইফতি জামিল, শামীম রেজাসহ রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরার যুব সদস্যবৃন্দ এবং দিবা-নৈশ কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা