• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন প্রকল্পের প্রশিক্ষণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

 আশাশুনিতে স্বাস্থ্য সম্মত সেমিপাকা স্যানিটারী ল্যাট্রিন প্রকল্পের উপকার ভোগিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফান্ডের সহযোগিতায় ক্রিসেন্ট সাতক্ষীরার বাস্তবায়নে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ১২টি হতদরিদ্র অসহায় পরিবারকে ১টি করে স্বাস্থ্য সম্মত সেমিপাকা স্যানিটারী ল্যাট্রিন প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের নিয়ে একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক। শোভনালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার অনিতা সরকারের সভাপতিত্বে ও ক্রিসেন্টের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মুন্নি রায়জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান আলোচনা রাখেন। প্রশিক্ষণ প্রদান করেন, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। ল্যাট্রিন চালু হলে প্রত্যক্ষ ভাবে ৮০ ব্যক্তি ও পরোক্ষ ভাবে ২ শতাধিক মানুষ উপকৃত হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা