• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ার কয়লা দাস পাড়ায় কাত্তায়নী পুজার প্রস্তুতি চলছে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা দাস পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও কাত্তায়নী পুজা অনুষ্ঠিত হবে, তারই ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি। আর এ পুজায় থাকছে ভিন্ন আয়োজন। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরী ও প্যান্ডেল তৈরীর কাজ চলছে। আসন্ন কাত্যায়নী পুজাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পী, প্যান্ডেল তৈরীর ও স্থানীয় সনাতনীরা ব্যস্ত রয়েছে। আরও দেখা গেছে এ বছর প্যান্ডেলে থাকছে বিশেষ নিদর্শন। প্যান্ডেলটি তৈরী হচ্ছে পুকুরের মাঝখানে ভাসমান, যার চলার পথটি বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেলের আদলে। আর মন্দিরটি ভারতের অক্ষয় মন্দিরের আদলে তৈরীর প্রস্তুতি চলছে। কয়লা ঘোষ পাড়ায় ৭ দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে কাত্তায়নী পুজা উৎযাপিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ বছর কাত্তায়নী পুজা আগামী ১৮ নভেম্বর শনিবার মহাষষ্ঠী পুজার মধ্যো দিয়ে শুরু হয়ে ২২ নভেম্বর বুধবার মহা বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। কয়লা ঘোষপাড়া পুজা মন্দিরের সভাপতি জয় দাস জানান, পুজার উদ্বোধন করবেন স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা। পুজার আনুষ্ঠানিকতায় থাকছে, গর্ভধারিণী মায়ের পুজা, স্বর্গীয়দের স্মরণে প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। তিনি আরও জানান, এবারের কাত্তায়নী পুজা ভিন্ন আঙ্গিকে সাজানো হবে। পুজার প্যান্ডেলে থাকছে বাংলাদেশ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের প্রতিচ্ছবি, তার মধ্যে রয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল। তাদের এমন ভিন্ন ধর্মী চিন্তার কথা জানতে চাইলে তিনি জানান, স্থানীয় ও দর্শনার্থীদের কাছে বাংলাদেশ সারকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে তাদের এমন ভিন্ন আয়োজন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা