• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

সাতক্ষীরার তালায় সাপোর্টিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসও) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রগিটি এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মনিমোহন ঘোষ, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, একশন এইড প্রতিনিধি নুসরাত আইরিন, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ কামাল হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস চৈতন্য কুমার দাশ প্রমুখ।

এ সময় রুপালী পরিচালক সফিকুল ইসলাম, পল্লী চেতনা পরিচালক আনিসুর রহমান, অন্ত্যজ নেত্রী সোমা সরকার, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান, অন্ত্যজ পরিষদের নেতা ইমদাদুল ইসলাম, ভ‚মিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, শ্যামল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা