• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

দেবহাটায় আইন-শৃৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাছুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলি মোর্ত্তজা মোহাম্মাদ আনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুব-উন্নয়ন অফিসার আমিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় ব্যাপক আলোচনান্তে সরকারের নির্দেশ মোতাবেক মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার মাহিন্দ্রা, ইজিবাইক, মোটরভ্যান, নছিমন, ইঞ্জিনভ্যান, ভটভটি সহ সকল অবৈধ যান চলাচল বন্ধে ২৪ মে বুধবার থেকে বিশেষ অভিযান পরিচালনা এবং পহেলা জুন থেকে সম্পূর্ণরূপে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়। তবে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সড়ক গুলোতে এসব যান চালাচল স্বাভাবিক থাকবে। এছাড়া সীমান্তে মাদক, চোরাচালান বন্ধে বিজিবিকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয় সভায়। পাশাপাশি সীমান্তবর্তী নদী ইছামতিতে রাতের বেলায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়। ভোক্তা অধিকার সমুন্নত রাখতে পহেলা জুন থেকে সকল বাজার ও হাটে ডিজিটাল ওজন স্কেল ব্যবহার, রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বা খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপ গ্রহন, রাত নয়টার পর সীমান্ত এলাকাগুলোতে অযাচিত ব্যাক্তিদের বিচরণ রোধে কঠোর অবস্থান নিশ্চিতে সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেয়া হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা