• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ভিটেবাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্ত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছে। রোববার  (১৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  কালিকাপুর গ্রামের মৃত জমাত গাজীর ছেলে ৯৮ বছর বয়সী বৃদ্ধ শামছুর গাজী জানান, শতাধিক বছর তারা বংশ পরম্পরায় ভিটেবাড়িতে বসবাস করে আসছেন। যেখানে তাদের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, পুকুরসহ গাছগাছালী রয়েছে। প্রতিবেশী মোজাম গাজীর ছেলে আঃ লতিফ, আজিজুল ও হাফিজুল, জালাল গাজীর ছেলে ইকবাল, সোহেল, লতিফ গাজীর ছেলে বাবু শনিবার সকালে তাদের অজ্ঞাতে বাড়ির জমি সার্ভেয়ার দারা মাপজোক করিয়ে খুঁটি মারেন। এদিন বিকাল ৪ টার দিকে তার ছেলে সোহরাব ও সোহরাবের ছেলে তুহিন বাড়ি ফিরে খুঁটি মারা দেখে উঠিয়ে ফেলে দেয়। রোববার  সকাল ৯টার দিকে লতিফসহ অন্যরা লাঠিসোটা, দা, রড নিয়ে তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুনরায় খুঁটি পুততে গেলে সোহরাব দিং বাধা প্রদান করেন। তখন অবৈধ প্রবেশকারীরা সন্ত্রাসী স্টাইলে বাড়ির লোকদের উপর হামলা ও এলোপাতাড়ী ভাবে মারপিট করে। হামলায় সোহরাব, অন্তঃস্বত্ত্বা রাবেয়া, তুহিন ও শারমিন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতিত চলছিল। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা