• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল দেবহাটা উপজেলা পরিষদ ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করে দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, সখিপুর মহিলা কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, সখিপুর পল্লী বিদ্যুৎ, সাব রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (,তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল,  উপজেলা আরডিও তানজিয়ারা খাতুন, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা