• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আবারও ক্ষমতায় এলে শিক্ষা জাতীয় করণ হবে : লুৎফুল্লাহ এমপি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

শিক্ষা জাতীয় করণের বাধা শিক্ষকরা, শিক্ষকদের বগলে ইট থাকলে জাতীয় করণ হবে না। জননেত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে শিক্ষা জাতীয় করণ হবে। আপনাদের রাজপথে আন্দোলনের কোন প্রয়োজন নাই। শিক্ষকদের প্রতি একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে জাতীয় সংসদে একাধিকবার বক্তব্য প্রদান করেছি।

আপনারা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ।

সোমবার সকালে তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্ক বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সজীব উদ্দৌলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানউল্লাহ আমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

এসময় বক্তব্য রাখেন সমিতির কোষাধক্ষ্য অজয় কুমার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, শ্যামল চৌধুরী লিটু,সুব্রত কুমার। সকল বক্তারা বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জাতীয় করণের কোন বিকল্প নাই। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা