• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ওয়ান শুটারগানসহ আটক ১

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

সাতক্ষীরার বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে একটি ওয়ানশ্যুটারগানসহ মহিউদ্দীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে অস্ত্র কেনাবেচার সময় তাকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়েছে বলে জানায় পুলিশ।

মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল জানান, গোপন সংবাদের জানা যায়,বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান উপ-পরিদর্শক মো. শাহজালাল। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা