• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ ৯ ফেব্রুয়ারি শুরু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, সুফি-সাধক,পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন দিন ব্যাপি ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ আগামী ৯ফেব্রুয়ারি শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে তিনদিনব্যাপী এই ওরছ শরীফ শেষ হবে।

বার্ষিক ওরছ শরীফকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, মসজিদ তথা নলতা শরীফ ও আশে-পাশের এলাকা নতুন সাজে সেজেছে। অস্থায়ী আবাসন নির্মাণ, মিশন অফিসের সামনে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সৌজন্যে বিগত সময়ের ন্যায় লক্ষাধিক টাকা ব্যয়ে প্রধান গেট সহ এলাকার বিভিন্ন পয়েন্টে অসংখ্য গেট, প্যান্ডেল, লাইটিং,রন্ধনশালা, খানা মাঠ, বিভিন্ন স্টল, হৃদয়ে আহ্ছান, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম,প্রেস বক্স ও স্কাউট-রোভার স্কাউট কন্ট্রোল রুম, রাস্তা-ঘাট, তথা নানা ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে যে সমস্ত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী রাসুল (স.) এবং ওলি- আউলিয়াদের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করবেন।

শনিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপি ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হবে। আখেরী মোনাজাতের পূর্বে পাক রওজা শরীফে বিশেষ চাঁদর পেশ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা