• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আয়কর রিটার্ন জমার সময় ২ মাস বাড়তে পারে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় দুই মাস বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আর এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে আজ বুধবার রাতেই আসতে পারে। এছাড়া কোম্পানি করদাতার রিটার্ন জমার সময়ও বাড়ছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তারা জানান, জরিমানা ছাড়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি করদাতারা। 

আইন অনুযায়ী, ব্যক্তি করদাতার রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামীকাল ৩০ নভেম্বর। আর কোম্পানি করদাতার রিটার্ন জমার শেষ সময় ১৫ জানুয়ারি। নতুন আয়কর আইন এবং হরতাল অবরোধসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দেয় এফবিসিসিআইসহ বেশকিছু সংগঠন। এর প্রেক্ষিতে সময় বাড়াতে অর্থমন্ত্রীকে চিঠি দেয় এনবিআর। 

কর্মকর্তারা জানান, সময় বাড়াতে সায় দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার রাতেই এনবিআরের জনসংযোগ বিভাগ সময় বাড়ানোর নোটিশ জারি করতে পারে।  

এনবিআর সূত্র জানিয়েছে, ২৭ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন প্রায় ১৯ লাখ করদাতা। আয়কর আদায় হয়েছে চার হাজার দুইশ কোটি। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে প্রায় তিন লাখ রিটার্ন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা