• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

২০২৪ সাল কোন দেশে সবচেয়ে আগে, কোথায় সর্বশেষে এলো?

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

২০২৪ সালকে স্বাগত জানাতে উৎসবের আমেজে মেতে উঠেছে বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশ নিজেদের মত করে প্রস্তুতি শুরু করেছে। তবে জানেন কি ঘড়ির কাঁটা অনুযায়ী বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে নববর্ষ উদ্‌যাপন করে।

কোন দেশ সবচেয়ে আগে এই নববর্ষ উদ্‌যাপন করলো জানেন? পৃথিবীর ঘূর্ণনের কারণে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। যার প্রভাবে সমস্ত দেশের মধ্যে সময়ের ফারাক দেখা দেখা।

চলুন দেখে নেয়া যাক, বাংলাদেশ সময় অনুযায়ী নতুন বছর ২০২৪ কোন দেশে সবচেয়ে আগে এলো, আর কোন দেশে সর্বশেষে।

  • বিশ্বের মধ্যে সর্বপ্রথম নববর্ষ উদ্‌যাপন হয়েছে টং, কিরিবাটি, সামোয়াতে। বাংলাদেশ সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩টায় সেখানে নববর্ষের সময়কাল।

  • বিকেল ৩:১৫ মিনিটে চ্যাথাম দ্বীপপুঞ্জে উদ্‌যাপিত হয়েছে নববর্ষ।

  • বিকেল ৪টায় নিউজিল্যান্ডে।

  • বিকেল ৫টায় রাশিয়ায়।

  • সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ায়।

  • সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অ্যাডিলেড, ব্রোকেন হিল, সেডুনা।

  • সন্ধ্যা ৭টায় ব্রিসবেন, পোর্ট মোরসবি, হাগাতনা।

  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ডারউইন, অ্যালিস স্প্রিংস, টেন্যান্ট ক্রিক

  • রাত ৮টায় জাপান, দক্ষিণ কোরিয়া, শিওল।

  • রাত ৯টায় চীন, ফিলিপিন্স এবং সিঙ্গাপুরে।

  • রাত ১০টায় ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে।

  • রাত ১০টা ৩০ মিনিটে মায়ানমারে।

  • রাত ১১:৩৫ মিনিটে নেপালে।

  • রাত ১২:৩০ মিনিটে ভারত এবং শ্রীলঙ্কায় একই সময়ে শুরু হয় নববর্ষের উদ্‌যাপন।

  • রাত ১২টায় পাকিস্তানে নববর্ষ পালিত হয়।

  • রাত ১২টা ৩০ মিনিটেটায় আফগানিস্তানে

  • ভোর ৪টায় ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, স্পেন,জার্মানিতে পালিত হলো নতুন বছর।

  • ভোর ৫টায় আয়ারল্যান্ড, পর্তুগাল, ইউকে, আইসল্যান্ডে নতুন বছর উদ্‌যাপন হয়েছে।

  • মার্কিন যুক্তরাষ্ট্রের হাউল্যান্ড ও বেকার আইল্যান্ড সর্বশেষ নববর্ষ উদ্‌যাপন করে। যা বাংলাদেশ সময় অনুযায়ী ১ জানুয়ারি ২০২৪ বিকেল ৫টায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা