• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আজকের সাতক্ষীরা

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করল ইরান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

রকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২০০ মানুষকে ক্ষমা করেছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।

বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেইর বরাত দিয়ে গতকাল সোমবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরিনা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যাম গত মাসের প্রথম দিকে প্রতিবেদন করেছিল, সুপ্রিম লিডার আলী খামেনি ইরানের বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ হাজার হাজার বন্দিকে ক্ষমা করেছেন।

বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে আছে ২২ হাজার মানুষ, যারা কিনা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ’

গত সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা এক তরুণ ইরানি কুর্দি নারীর মৃত্যু হয়। এরপর থেকেই ইরান জুড়ে বিক্ষোভে ছড়িয়ে পড়ে। হিজাব আইন ভঙ্গের জেরে ওই নারীকে প্রেপ্তার করা হয়েছিল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা