• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাবা হতে চলেছেন চিত্রনায়ক রোশান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

কয়েক দিন আগে গোপন বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। এবার জানা গেলো, বাবা হতে চলেছেন তিনি।

রোশানের পরিবারের ঘনিষ্ঠজনরা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগেই তারা বিয়ের খবর সবার সামনে আনেন।

জানা যায়, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তার মতে— আগে সন্তান নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবো।

২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতেন। কথায় কথায় অনেককে বলেও দিতাম। কিন্তু পাবলিকলি জানাইনি। কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই বিয়ের বিষয়টি জানতেন না।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এই সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা