• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরের কমিটি গঠন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

সাতক্ষীরা পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরের ত্রি-বার্ষিক কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের পলাশপোল সার্বজনীন মন্দির চত্ত¡রে মন্দিরের সাবেক সভাপতি শম্ভু কুমার দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম মনোরঞ্জন বিশ্বাস, বিনয় কৃষ্ণ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ঘোষ, প্রদুৎ কুমার বিশ্বাস, গোষ্টবিহারী মন্ডল, কমিটির সাধারন সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, পুরোহিত পরিতোষ চক্রবর্তী সহ মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, শহরের মধ্যে পলাশপোল একটি সমৃদ্ধ এলাকা। এখানের মন্দিরের আরো অবকাঠামোগত উন্নয়ন দরকার ছিল, কিন্তু সেটি হইনি। আমরা নতুন ভাবে মন্দির উন্নয়ন কাজ শুরু করবো। মন্দির শুধু উপাসনার জন্য নয়, এখানে মানুষের সেবা করার জন্য সবকিছু করা যাবে। সকলে মিলে মিশে পলাশপোল মন্দিরকে দৃষ্টিনন্দন মন্দির হিসাবে গড়ে তুলতে হবে। সভা শেষে একটি নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি অসিত কুমার মলি­ক, সাধারন সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি হলেন রবীন্দ্রনাথ ঘোষ, শংকর কুমার দাশ, নরেশ চন্দ্র পাল, রবীন্দ্রনাথ রায়, তরুন কান্তি, অরবিন্দু মলি­ক, মনোরঞ্জন মন্ডল, নারান দাশ, যুগ্ম সম্পাদক শ্যামল কুমার দে, সহ-সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, স্বপন কুমার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার, ও রুপ কুমার মন্ডলকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্য বিশিষ্ট পলাশপোল সার্বজনীন মন্দির কমিটি গঠন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক অরুন কান্তি সানা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা