• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নবারুণ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩  

আগামী ৩০ এপ্রিল, রবিবার ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এজন্য সাতক্ষীরা নবারুণ (৪৮৪) কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার।

বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: আব্দুল মালেক গাজী, হলসুপার জিএম আব্দুর রকিব আল মেহেদী, সহকারী কেন্দ্র সচিব মো: সেলিমুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মো: কবির আহমেদ, মো: হাসানুর রহমান, বিশ্বনাথ সরকার, হাবিবুর রহমান, শিক্ষক গোপাল চন্দ্র সেন, মো: তৈয়েবুর রহমান তুহিন, জাহিদুর রহমান, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।

এ সময় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় কক্ষ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এ বছর নবারুণ (৪৮৪) কেন্দ্রে ২১টি প্রতিষ্ঠানের সর্বমোট ৯৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪১জন, ব্যবসায় শিক্ষায় ১১২জন এবং মানবিক বিভাগে ৭২৩জন পরীক্ষার্থী রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা