• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৯৩ বছরের বৃদ্ধা কোয়ারেন্টিনে, বললেন ‘আরও বিয়ার চাই’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস আতঙ্কের কারণে নিজেকে সুরক্ষিত রাখতে বাসায় অবস্থান করছেন পেনসিলভানিয়ার ওলিভ ভেরোনেসি নামে ৯৩ বছর বয়সী এক বৃ্দ্ধা। কিন্তু কোয়ারেন্টিনে থাকার মধ্যেই তিনি এক ব্যতিক্রমী আবেদন জানিয়েছেন। তার সংরক্ষণে থাকা বিয়ার শেষ হতে যাওয়ায় তিনি আরও বিয়ার চেয়েছেন।   

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওলিভ ভেরোনেসির ব্যতিক্রমী এই আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। ৯৩ বছরের ওই বৃদ্ধার জন্য তার অপরিচিত নাতিরা বিয়ারের অর্ডার করেছেন।

ওলিভের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে তিনি একটি হোয়াইটবোর্ড ধরে আছেন। তাতে লেখা আাছে-‘আমার আরও বেশি বিয়ার দরকার।’ তার অন্য হাতে রয়েছে ‘কুরস লাইট’ এর একটি ক্যান।

ছবিটি নেওয়া হয়েছে তার বাসার জানালার অপরপাশ থেকে। এই ছবিটি একটি স্থানীয় টিভি স্টেশনের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। অনেক মানুষ ওলিভের জন্য বিয়ার পাঠানোর প্রস্তাবও করেছেন।

বয়সগত কারণে কোভিড-১৯ এর উচ্চঝুঁকিতে রয়েছেন যুক্তরাজ্যের অধিবাসী ওলিভ। তাই অনেক দেশেই সত্তোরর্ধ্ব নাগরিকদের বাসায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা