• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৭১’র শপথ ছিল ঘর ছাড়ার, এবার ঘরে থাকার : মাশরাফি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়া জরুরি। দেশের সরকার, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি তাই করোনাভাইরাস প্রতিরোধে সচেতনার সৃষ্টি করে যাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে লড়াইয়ে দিয়েছেন অর্থ অনুদান।

এছাড়া তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি ও অন্যারা নিয়মিতই দিচ্ছেন বিভিন্ন বার্তা। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমন ‍বৃহস্পতিবারই জনসচেতনায় দিলেন দারুণ দুটি বার্তা।

তিনি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘২৬শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬ শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন,সুস্থ থাকুন। সংক্রমন প্রতিরোধে সহায়তা করুন। খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা