• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

২৮ রমজানে আল্লাহর নৈকট্য অর্জনের দোয়া

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ মে ২০২১  

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের অষ্টম রমজান আজ। রমজানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২৮তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে এ দোয়া পড়তে পারেন-

উচ্চারণ: আল্লাহুম্মা ওয়াফ্‌ফির হাজ্জি ফিহি মিনান নাওয়াফিল; ওয়া আকরিমনি ফিহি বি-ইহদারিল মাসাইল; ওয়া ক্বার্‌রিব ফিহি ওয়াসিলাতি ইলাইকা মিন বাইনিল ওয়াসাইল; ইয়া মান লা ইয়াশগালুহু ইলহাহুল মুলিহহিন।

অর্থ: হে আল্লাহ! এ দিনে আমাকে নফল ইবাদাতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা! যাকে, অনুরোধকারীদের কোনো আবেদন-নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা