• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

২ শতাধিক দরিদ্র মানুষের পাশে আইএসবি ফাউন্ডেশন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে প্রাদুর্ভাব কমিয়ে রাখতে সরকারি সাধারণ ছুটি দিয়েছে সরকার। পাশাপাশি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। এতে করে সমাজের নিম্নবিত্ত, দরিদ্র অসহায় মানুষের আয় রোজগারে বিপত্তি হয়েছে। অনেকেই আয় কমে যাওয়ায় অর্থ ও খাদ্য কষ্টে ভুগছেন। 

এসকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইনিশিয়েটিভ ফর সোস্যাল বেটারমেন্ট (আইএসবি) ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা রাজধানীর বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ২ শতাধিক রিকশা চালক ও দিনমজুরের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসকল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলুসহ কিছু শুকনো রুটি। 

ফাউন্ডেশনের মুখপাত্র সাদিয়া আফরিন বলেন, আমাদের স্বেচ্ছাসেবকদের নিজস্ব অর্থায়নে সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা চাই সবাই এভাবে দরিদ্রমানুষগুলো পাশে থাকুক। এতে করে তাদের খাদ্য সুরক্ষা নিশ্চিত হবে, আবার দেশের যে আতঙ্ক সেটিও নিয়ন্ত্রণে মানুষগুলো ঘরে থাকতে পারবে। 

রাজধানীর শাহবাগ, হাতিরপুল, বাটা সিগন্যাল, হয়ে ফার্মগেট এলাকায় দরিদ্রমানুষগুলোর হাতে এসব খাবার দেয়া হয়। এসময় ফাউন্ডেশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা