• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

১৪৮ কিলোমিটার বেগে সাতক্ষীরা অতিক্রম করছে আম্ফান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মে ২০২০  

পশ্চিমবঙ্গের পর বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফান ১৪৮ কিলোমিটার বেগে সাতক্ষীরা শহর অতিক্রম করছে। আম্ফানের প্রভাবে জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

আজ বুধবার রাতে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জুলফিকার আলী রিপন বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের কেন্দ্র সাতক্ষীরার খুব কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। সাতক্ষীরা শহরে রাত ৯টা থেকে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে।’  শহরে এখনো এক থেকে দেড় ঘণ্টা এটি অবস্থান করবে বলে জানান তিনি।

রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, উপকূল অতিক্রম রত ঘূর্ণিঝড় আম্ফান আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে সাতক্ষীরা জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে সাগর উত্তাল থাকবে।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা