• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘হেল্প শেখ হাসিনা টু হেল্প ইউ’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

দেশের ক্রান্তিকালে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনার সাহায্যের জন‌্য শেখ হাসিনাকে সাহায্য করুন।’ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ভিডিও ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধে বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘হেল্প শেখ হাসিনা টু হেল্প ইউ’।

ওবায়দুল কাদের বলেন,  দেশের এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি। এ সময় বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবিলায় সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সব মানুষকে ঘরে থেকেই এই অদৃশ্য শত্রু  করোনার মোকাবিলা করতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিজেদের অস্তিত্বের প্রশ্নে সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলারও পরামর্শ দেন কাদের।

ত্রাণ বিতরণে অনিয়মের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘এই দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র, এদের ত্রাণের নামে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা