• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

হিন্দু-মুসলিম নয়, মানুষ হিসেবে করোনাযুদ্ধে নামুন : শোয়েব আখতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। সময় যত গড়াচ্ছে, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সাথে বাড়ছে আতঙ্কও। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রতিনিয়তই সচেনতার প্রচারণা চলছে। জনপ্রিয় তারকারাও সেই প্রচারণায় বেশ তৎপর। অন্যদিকে এক শ্রেণির ভণ্ড ধর্মীয় নেতারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাই এমন কঠিন পরিস্থিতিতে ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।

নিজের অফিসিয়াল ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে শোয়েব বলেন, 'বিশ্বে আমার সমস্ত ভক্তদের অনুরোধ করছি, করোনাভাইরাস এক বৈশ্বিক সংকট এবং ধর্মীয় বিবেচনার উপড়ে উঠে আমাদেরকে বিশ্ব শক্তি হিসেবে একত্রে ভাবতে হবে। লক-ডাউন ঘটছে, যাতে এ ভাইরাস না ছড়ায়। আপনি যদি কারও সংস্পর্শে আসেন এবং বিভিন্ন স্থানে সভা করেন তবে তা সাহায্য করবে না।'

করোনাভাইরাস ঠেকাতে পাকিস্তান সরকারও ইতোমধ্যে বিভিন্ন অঞ্চল লক-ডাউন করেছে। এতে দাম বেড়ে যাওয়ার ভয়ে আগ থেকে অনেকেই খাদ্য-দ্রব্য মজুদ করেছে। এ ব্যাপারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, 'আপনি যদি জিনিসপত্র মজুদ করতে থাকেন, দয়া করে দিন মজুরদের কথাও চিন্তা করুন। আপনি যে দুই-তিন মাস বাঁচবেন তার গ্যারান্টি কি? দিনমজুরদের বিষয়টাও ভাবুন। কিভাবে সে তার পরিবারকে খাওয়াবে? হিন্দু-মুসলিম হয়ে নয়, মানুষ হয়ে মানুষের কথা ভাবুন। একে অন্যকে সাহায্য করতে হবে। তহবিল গঠন করুন। মজুদ বন্ধ করুন।'

তিনি আরও বলেন, 'ধনীরা বেঁচে যাবে, গরীবরা কিভাবে বাঁচবে? বিশ্বাস রাখুন। আমরা অনেকেই পশুর মতো আচরণ করছি, মানুষের মতো বাঁচুন। দয়া করে পরোপকারী হতে চেষ্টা করুন। এখনই সময় অন্যকে সহায়তা করার। ভেদাভেদের সময় নয় এটা, আমাদেরকে মানুষের মতো বাঁচতে হবে। পুরো বিশ্ব এখন ঝুঁকিতে রয়েছে। পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। অর্থনীতির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো বিশ্ব লকডাউনের দিকে যাচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা