• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

হামে অসুস্থ ৫ শিশুকে নিয়ে এলো সেনাবাহিনীর হেলিকপ্টার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত দুর্গম সাজেকে হাম রোগে আক্রান্ত ১২৫ শিশুর মধ্যে গুরুতর অসুস্থ ৫ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এছাড়া বাকিদেরও উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে চট্টগ্রাম নিয়ে আসা হবে।

বুধবার (২৫ মার্চ) বিকালে সেনাবাহিনীর তত্বাবধানে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার স্বজনসহ ৫ শিশুকে চট্টগ্রাম সেনা নিবাসে নিয়ে আসে। এরপর তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

সাজেকের শিয়ালদাহসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরো অন্তত ১২০ শিশু অসুস্থ অবস্থায় রয়েছে। গত ২ সপ্তাহে সেখানে হামের প্রাদুর্ভাবে ৫ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়। মঙ্গলবার থেকে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব নেয় সেনাবাহিনী। হেলিকপ্টারে তারা সেখানে মেডিকেল টিম পাঠিয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা