• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

হটলাইনে কল; ১২৪৬ পরিবারে খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

হটলাইনে কল পেয়ে বাসায় খাবার পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য পৃথক দুটি হটলাইন নম্বর চালু করেছে সিটি করপোরেশন। এই নম্বরে খাদ্যসামগ্রী সহায়তা চেয়ে ফোন করলে নগরবাসীদের বাসায় খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে।

জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১০ দিনে খাদ্য সামগ্রী চেয়ে ডিএসসিসির হটলাইনে ৮ হাজার ১৫২টি ফোন আসে। এর মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য দুই হাজার ৩৩টি ফোনকল চূড়ান্ত করা হয়। বাকি ফোনকলগুলো ডিএসসিসি এলাকার না হওয়ায় এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৬টি পরিবারের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাকি ৭৮৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ২৮ মার্চ ডিএসসিসির মেয়র সাঈদ খোকন কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার পরিবারকে এক মাস বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দেন। মেয়রের এমন ঘোষণার পর পৃথক দুটি হটলাইন নম্বর চালু করে কর্তৃপক্ষ। ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্যসামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দুটি নম্বর যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা