• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু‌তে পুলিশের শোক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

সড়ক দুর্ঘটনায় বাংলা‌দেশ সেনাবা‌হিনীর গাড়ি উল্টে এক জন নিহত এবং ২১ জন আহত হওয়ায় ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার পুলিশ সদরদফতরের এক শোক বার্তায় এ শোক জানানো হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম কর্মকর্তা উপ মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন।

শোক বার্তায় বলা হয়, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলা‌দেশ সেনাবা‌হিনীর সদস্য সৈনিক প্রিন্স নিহত এবং অপর ২১ জন সেনাসদস্য আহত হওয়ায় ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। 

ক‌রোনাভাইরা‌সের বিস্তাররো‌ধে যখন বাংলা‌দেশ পু‌লি‌শের সঙ্গে যুথবদ্ধভা‌বে লড়াই ক‌রে চ‌লে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হিনীসহ অন্যান্য সাম‌রিক ও বেসাম‌রিক প্র‌তিষ্ঠান তখন এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হতাহ‌তের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে।

নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। আহত সেনা সদস্যগণের দ্রুত আরোগ্য লাভ কামনা করছে বাংলাদেশ পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী তিন টন ওজন বহনে সক্ষম ট্রাকটি উল্টোদিক থেকে আসা একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি সড়ক বিভাজনের ওপর উঠে গেলে তা উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি সাভার সেনানিবাস থেকে মুন্সীগঞ্জের জাজিরায় যাচ্ছিলো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা