• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

স্মার্ট মাস্ক: এসএমএস পাঠাবে, করবে অনুবাদও

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

করোনাভাইরাস মহামারীর এই সময়ে মাস্ক অতিপ্রয়োজনীয় একটি অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। ভাইরাসের কবল থেকে বাঁচতে সবচেয়ে বেশি কার্যকরী এই বস্তুটি।

এতদিন মাস্ক শুধু সুরক্ষাই দিয়ে আসছিল, তবে এখন এটি সুরক্ষার পাশাপাশি অনুবাদও করবে, সেই সঙ্গে পাঠাবে এসএমএস।

জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস এমনই এক স্মার্ট মাস্ক নিয়ে এসেছে।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঘরের বাইরে বিশেষ করে যেসব জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব নাও হতে পারে সেসব জায়গায় মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই।

তাই মাস্ক নিয়ে চলছে নানামুখী গবেষণা। চলছে নতুন নতুন ডিজাইনের আর কার্যকর মাস্ক তৈরির কাজ।

স্মার্ট টেকনোলজির যুগে মাস্কইবা বাদ পড়বে কেন। সে চিন্তা থেকেই জাপানি একটি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে এসেছে ইন্টারনেটে যুক্ত স্মার্ট মাস্ক। 

এই মাস্ক ক্ষুদ্র বার্তা পাঠানোর পাশাপাশি জাপানি ভাষার যে কোনও বক্তব্য অন্য আটটি ভাষায় অনুবাদ করে দিতে সক্ষম।
 
প্লাস্টিকের তৈরি সাদা এই ‘সি মাস্ক’ পরতে হবে অন্যকোনও মানসম্মত মাস্কের ওপর। ব্লু-টুথের মাধ্যমে তা যুক্ত থাকবে স্মার্টফোন কিংবা ট্যাবের সাথে। আর একটি অ্যাপ ওই মাস্ক ব্যবহারকারীর কথাকে ক্ষুদ্র বার্তায় পরিণত করবে, ফোন কল করবে কিংবা তার কথার স্বর উচু করে দেবে।
 
স্মার্ট মাস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকসের প্রধান কার্যনির্বাহী তাইসুকে অন জানান, ‘আমরা বেশ কয়েকবছর ধরে একটি রোবট তৈরির জন্য কঠোর পরিশ্রম করে এসেছি। এখন ওই প্রযুক্তিকে করোনাভাইরাসের কারণে পরিবর্তিত সমাজের উপযুক্ত একটি পণ্যে ব্যবহার করেছি।’

আগামী সেপ্টেম্বর নাগাদ জাপানের বাজারে প্রথম পাঁচ হাজার সি-মাস্ক ছাড়বে ডোনাট রোবোটিকস। দাম পড়বে ৪০ মার্কিন ডলার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা