• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সেতু এখন মরণফাঁদ!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে আমিন বাজার-মন্ডলের হাট সড়কের গোয়ালের ভাঙ্গা নামক ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের মাঝখানে বড় বড় দুটি স্থানে পলেস্তার খসে পরে রড বেরিয়ে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও ব্রিজের মাঝখানে পলেস্তার খসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রকৌশল বিভাগ কোনোরকম ইট-সিমেন্ট দিয়ে তা ঢেকে দেয়। কিন্ত এর কিছুদিন পর আবার ব্রিজের দুটি স্থানে পলেস্তার খসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আমিন বাজার হতে মন্ডলেরহাটগামী রাস্তার ওপর প্রায় ৪০ বছর আগে স্থানীয় প্রকৌশল বিভাগ ব্রিজটি নির্মাণ করেন। এ সড়কে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়াও প্রতিনিয়ত চলাচল করে বাস-ট্রাক-অটোরিকশাসহ কয়েক শ পণ্যবাহী যানবাহন। কিন্তু বর্তমানে ব্রিজটির এমন ভগ্নদশায় যানবাহনের যাত্রীসহ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির রেলিং ও মাঝখানের পলেস্তার খসে গিয়ে অতি পুরনো মরিচা ধরা রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা ব্রিজে মানুষজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম বলেন, টেন্ডার হয়েছে, যত দ্রুত সম্ভব ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা