• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুরমা নদীতে সেতু না থাকায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

জকিগঞ্জের আটগ্রাম ও কানাইঘাটের কাড়াবাল্লা এলাকায় সুরমা নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। সেতু নির্মাণ হলে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মধ্যে সরাসরি ‘সেতুবন্ধন’-এর দ্বার উন্মোচিত হবে। এ সেতু নির্মাণ করা হলে জকিগঞ্জ উপজেলা ও কানাইঘাট উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন একধাপ এগিয়ে যাবে। সংশ্লিষ্ট এলাকার লোকজন সিলেট জেলা শহরের সঙ্গে সরাসরি আসা-যাওয়া করতে পারবেন। ফলে সহজতর হয়ে উঠবে শিক্ষা, কৃষি, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা ভোগ করার। সুরমা নদীর উত্তর পাড়ে সিলেটের কানাইঘাট উপজেলা এবং দক্ষিণ পাড়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার অবস্থান রয়েছে। কানাইঘাট উপজেলার দক্ষিণাঞ্চলের কাড়াবাল্লা, কান্দিগ্রাম, বড়চাতল, মাজরগ্রাম, ফাটাউরা, এরালিগুল, ডনা বাজার, সুরমা বাজার, বাকুড়ি, রাতাছড়া, খাশিয়াপুঞ্জি, রতনেরগুল, বালিছড়া, নগুড়ি, হিলাইন, লুহাজুরি, মাঝরকান্দি, বড়খেওড়, মমতাজগঞ্জ ও লোভাছড়া এলাকা সহ ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাসিন্দারা সুরমা নদী পাড়ি দিয়ে জকিগঞ্জের আটগ্রাম এলাকা হয়ে বিভাগীয় শহর আধ্যাত্মিক রাজধানী সিলেটের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অপরদিকে জকিগঞ্জ উপজেলার লোকজন সুরমা নদী পাড়ি দিয়ে কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি, খাশিয়াপুঞ্জি থেকে পান সংগ্রহ, পাহাড়ি এলাকা থেকে কলা, কমলা, কাঁঠাল, লটকন ও পেয়ারা সহ নানা ফলমূল ক্রয় করতে যান।

বিশেষ করে সিলেট অঞ্চলের পর্যটকরা খাশিয়াপুঞ্জি সহ পাহাড়ি এলাকা ঘুরতে পুরো বছর জুড়েই আটগ্রাম-কাড়াবাল্লা হয়ে খাশিয়াপুঞ্জিতে ঘুরতে যান। বর্ষা মৌসুমে সুরমা নদীর পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতের মধ্যে লোকজন ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পার হয়ে থাকেন। তাছাড়া নৌকা ডুবির ঘটনা তো হরহামেশাই হচ্ছে। ইত্যাদি নানা কারণে সুরমা নদীর উপর সেতু নির্মাণ এলাকাবাসীর যৌক্তিক দাবি। এলাকাবাসীর দাবির কারণে সাবেক সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন তার মেয়াদের শেষ সময়ে এখানে একটি সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়নের দিকে আগায়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা