• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুন্দরনের জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

শ্যামনগর উপজেলায় সুন্দরনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিশ্ব ঐতিহ্য রক্ষায় বনজীবী, মৌয়াল ও বাওয়ালদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচি ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সভায় তিনি বলেন, সুন্দরবন একদিকে যেমন বাংলাদেশের ফুসফুস। তেমনই সুন্দরবনের উপর নির্ভরশীল এই অঞ্চলের বনজীবী, মৌয়াল ও বাওয়ালরা। তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হবে। আর এই দুটি কাজ একসাথে করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেকে এক হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা