• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ৫ জন আইসোলেশনে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীসহ ২ জন ও জেলা কারাগার হাসপাতালে ৩ জন হাজতি ভর্তি হয়েছেন। সাতক্ষীরায় এ নিয়ে ৫ জন আইসোলেশনে রয়েছেন।

জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার।

এদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৪৮ জনসহ মোট ৩,২০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৬৮ জনকে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো.কামরুল ইসলাম জানান, গায়ে জ্বর থাকায় জেলা কারাগার হাসপাতালে ৩ জন হাজতিকে ভর্তি করা হয়। তাদের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো।

ডা.জয়ন্ত সরকার আরোও জানান,সাতক্ষীরা মেডিকেল কলেজ ও জেলা কারাগার হাসপাতালের আইসোলেশনে থাকা ৫ জনসহ জেলার মোট ৯১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ৮টি রিপোর্টই নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও আসেনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা