• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে আরো ৪০২

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৯ দিনে সাতক্ষীরায় বিদেশ ফেরত  ১৫৬২ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এলো।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৮৪ জন, কলারোয়া উপজেলায় ১২৯ জন, তালা উপজেলায় ৪০ জন, কালিগঞ্জ উপজেলায় ২৭ জন, শ্যামনগর উপজেলায় ৩১ জন, আশাশুনি উপজেলায় ৪৯ জন ও দেবহাটা উপজেলায় ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়।

তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ৯,৬১৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছেন ৮,০৫২ জন।

এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ব্যক্তির অবস্থা এখন ভালো, তার রিপোট নেগেটিভি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিদেশ ফেরতদের ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বিদেশ ফেরতদের বাড়িতে বাড়িতে টানানো হচ্ছে লাল ফ্লাগ।তাদের হাতে মারা হচ্ছে শনাক্তকরণ সিল।

এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গোহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা