• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় সাড়া ফেলেছে জেলা প্রশাসনের গণশুনানি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

সাতক্ষীরায় ব্যাপক সাড়া ফেলেছে জনগণের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের গণশুনানি কার্যকম।এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রায় ৪৩ লাখ টাকার অনুদান পেয়েছেন জেলাবাসী। এই কার্যক্রমের আওতায় কেউ পাচ্ছেন চিকিৎসা সেবা, কেউবা আবার হচ্ছেন স্বাবলম্বী। গণশুনানির পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকতে চান জেলা প্রশাসক।

বুধবার আসলেই জেলা প্রশাসকের কার্যালয়ে নানা সমস্যার আবেদন নিয়ে হাজির হন সাতক্ষীরাবাসী। কেউ আসেন চিকিৎসা সেবার নিশ্চয়তার আশায়, কেউবা আবার চান কাজ। ২০১৮ সালের অক্টোবরে এস এম মোস্তফা কামাল জেলা প্রশাসক হিসেবে যোগ দেয়ার পর থেকেই চলছে গণশুনানির এই কার্যক্রম। এখানে শুধু জনগণের সমস্যার কথা শোনাই হয়না, নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থাও।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে গণশুনানি চালু হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের দপ্তরে জমা পড়তে থাকে আবেদন। এর মধ্যে, অতি জরুরি আবেদনগুলো পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে জেলাবাসীর জন্য ৪৩ লাখ টাকা অনুদান এসেছে। শুধু চিকিৎসার জন্যই ১৫ লাখ ৭০ হাজার চেক পেয়েছেন হতদরিদ্র মানুষ। তবে, চিকিৎসা ও কর্মসংস্থানের পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানেও গুরুত্ব দেয়া উচিত বলে মনে করছে সুশীল সমাজ।

এদিকে, আগামীতেও জনগণের সেবায় নতুন নতুন কর্মসূচি হাতে নেয়ার আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

দেড় বছরে শুধু চিকিৎসার জন্যই জমা পড়েছে প্রায় ১১শ' আবেদন। আর অন্যান্য বিষয়ে আবেদন আসে আরও অন্তত ৫ হাজার। সাফল্যের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়েও শুরু হয়েছে এই কার্যক্রম।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা