• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় সরকারি চালসহ ডিলার আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

 

সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ১ হাজার ২৭০ কেজি চাল (৪২ বস্তা) কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) সকালে আশাশুনি থানার ওসি আব্দুস সালাম ওই চালসহ ডিলার মুজিবর সানাকে আটক করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ও ইউনিয়ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন। আটক মুজিবর সানা বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কেজিপ্রতি ১০ টাকা মূল্যের ১ হাজার ২৭০ কেজি চাল (৪২ বস্তা) কার্ডধারী গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি ওই চাল কালো বাজারে বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বড়দল গ্রামের শাহাজান আলী গাজীর ঘর থেকে ওই চাল জব্দ করা হয়। এ সময় শাহজান গাজী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কালোবাজারে ওই চাল বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটক ডিলার মুজিবর সানা ও শাহজান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা