• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ভিজিএফের চাল আত্মসাত, ইউপি সদস্য গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

সাতক্ষীরায় কালোবাজারে বিক্রি হওয়া হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।চাল আত্মসাতের অভিযোগে সদর উপজেলার ব্রম্মরাজপুর ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ভাগ করে নিয়ে আসেন সদস্য রেজাউল ইসলাম। শাল্যে এলাকায় নিয়ে এসে কিছু লোককে ৭ থেকে ৮ কেজি করে চাল বিতরণ করে বাকি চাল তিনি আত্মসাত করেন বলে অভিযোগ ওঠে।আত্মসাতকৃত চাল তিনি নিজ বাড়ি এবং নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। কিছু চাল বিক্রিও করে দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরা সহকারী কমিশনার (রাজস্ব শাখা) আক্তার হোসেন একদল পুলিশ নিয়ে রেজাউলের গ্রামের বাড়িতে অভিযান চালান।এ সময় বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়।পরে রেজাউলকে একটি ধানের গোলার ভেতর থেকে গ্রেফতার করা হয়।সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটক রেজাউলকে আদালতে হাজির করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা