• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস সংকট মোকাবিলায় অন্য এলকা থেকে সাতক্ষীরায় প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে এই জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃ উপজেলা সীমান্ত (জরুরী সেবা ব্যতীত) সকল প্রকার যানবাহন ও জনচলাচলে নিষিদ্ধ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ সকল জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে। এরই প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে এই জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত ও আন্তঃ উপজেলা সীমান্ত জরুরী সেবা ব্যতীত (যেমন-রোগীবাহী গাড়ী, ঔষধ পণ্যবাহী গাড়ী ও নিত্য প্রয়োাজনীয় দ্রব্যাদির মালামালবাহী গাড়ী) সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা