• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় জলাতঙ্ক রোগে আ’লীগ নেতার মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

সাতক্ষীরার বন‌্যপ্রাণীর (গন্ধগোকুল)  কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আব্দুল খালেক মোড়ল নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরী ঘাটে তার মৃত্যু হয়।

আব্দুল খালেকের মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ। খালেক তালার খলিলনগর ইউনিয়ানের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাচু মোড়লের ছেলে।

তালা স্বাস্থ‌্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার (আরএমও) রাজীব সরদার জানান, বুধবার সন্ধ্যায় আব্দুল খালেককে স্বাস্থ‌্য কমপ্লেক্সে আনা হয়। এসময় তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত। এরপর তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।

প্রণব ঘোষ বাবলু জানান, প্রায় তিন মাস আগে বন‌্যপ্রাণী (গন্ধগোকুল) তাকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় কামড় দেয়। এরপর কোন প্রকার চিকিৎসা না নিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন তিনি। হঠাৎ বুধবার সন্ধ্যায় তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এসময় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে খুলনা মেডিক‌্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা