• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গাড়িচালকদের ডোপ টেস্ট শুরু করেছে জেলা প্রশাসন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন রোডে গাড়ি থামিয়ে সন্দেহভাজন চালকদের ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ১২ জনকে টেস্ট করার পর পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা