• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১০৬ জন হোম কোয়ারেন্টিনে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন ১০৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ১৫৭ জন। এছাড়া কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৩ জনকে। শনিবার (২৮ মার্চ) সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. জয়ন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ভারতের বিভিন্ন এলাকায় লকডাউন থাকায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন ভোমরা বন্দর শুল্ক স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম।

অপরদিকে, ভারতে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও লকডাউনের কারণে ভারতীয়রা দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা