• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় খাদ্য সহায়তা পাচ্ছে ১১০০ দরিদ্র পরিবার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরায় ১১০০ দরিদ্র পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। রোববার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন। এ সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল সাধারণ মানুষের প্রতি করোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানান।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে জেলাব্যাপী ১১০০ মানুষের মাঝে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা