• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

সাতক্ষীরার ভোমরায় করোনার উপসর্গ নিয়ে খায়রুল ইসসলাম(৫৫) নামে এক ভ্যনচালকের মৃত্যু হয়েছে। তিনি ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থাকতেন। বুধবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, খায়রুল ইসলাম একজন ভ্যানচালক হলেও চট্টগ্রামে এক ইট ভাটায় কাজ করতেন তিনি। গত ২৬ এপ্রিল বাড়ি এলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি লকডাউন না মেনে এলাকায় ঘোরাঘুরি, ধান কাটাসহ চৌবাড়িয়া বৈচনা সম্মিলিত জামে মসজিদে নামাজ আদায়ও করতেন। তার সর্দি-কাশি ছিল বলে জানান এলাকাবাসী।

মৃত ভ্যানচালকের ছেলে আবু বক্কর সিদ্দিকের দাবি, তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সর্দি-কাশি তার দীর্ঘদিনের রোগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত জানান, ওই ভ্যানচালকের মৃত্যুর খবর পেয়ে তার নমুনা সংগ্রহের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা