• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে ৪শ’ ৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ জুন ২০২০  

সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র ঐকান্তি প্রচেষ্টা ও কর্মতৎপরতায় সাতক্ষীরার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের জন্য একনেকে ৪শ’ ৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন। সাতক্ষীরাবাসীর প্রধান দাবী জলাবদ্ধতা নিরসন।

দীর্ঘদিনের সেই প্রাণের দাবী পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। এমপি রবি দীর্ঘদিন মহান জাতীয় সংসদে সাতক্ষীরার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে দাবী তুলে বক্তব্য দিয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ স্থাপন করে তার ঐকান্তি প্রচেষ্টা ও কর্মতৎপরতায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার নদী ও খাল খননের জন্য মেঘা প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় সাতক্ষীরার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৪শ’ ৭৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। জলাবদ্ধতা নিরসনে বাংলাধেশ আওয়ামী লীগ সরকার অলআউট অ্যাকশনে নেমেছে। সাতক্ষীরার গুরুত্বপূর্ণ নদীগুলি খনন করে বঙ্গোপসাগরের সাথে মিলিত হবে।

ফলে শুরু হবে স্বাভাবিকভাবে জোয়ার-ভাটা। আর এটা সম্ভব হলে সাতক্ষীরার জলাবদ্ধতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে সাতক্ষীরার নদ-নদী তার প্রবাহ ফিরে পাবে এবং সাতক্ষীরার জলাবদ্ধতা শতভাগ নিরসন হবে এবং সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কার্যকর ভূমিকা রাখবে এ প্রকল্প। এমপি রবি’র প্রচেষ্টায় ও কর্মতৎপরতায় সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে একনেকে ৪শ’ ৭৫ কোটি টাকার অনুমোদন হওয়ায় জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবিকে ধন্যবাদ জানিয়েছে সাতক্ষীরাবাসী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা