• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেলে র‍্যাগিংয়ের অভিযোগে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

র‍্যাগিংয়ের অভিযোগে চার ছাত্রীসহ ৭ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন, কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান।

এই সাতজনকে হলছাড়ার নির্দেশও দেয়া হয়। এছাড়া, অভিযুক্ত বাকি ১১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন ছাত্র ও ৪ জন ছাত্রী রয়েছেন।  

র‍্যাগিংয়ের নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন, দ্বিতীয় বর্ষের ১৮ শিক্ষার্থী। নির্যাতিত শিক্ষার্থীদের অভিযোগে, আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে, কলেজ প্রশাসন। এতে অভিযোগের প্রমাণ পান তারা।

বহিষ্কাকৃত এসব শিক্ষার্থীরা হলেন, এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা