• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার চৌকস অফিসারের সম্মামনা পেলেন শেখ জামাল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার সহকারি সাব-ইন্সপেক্টর শেখ জামাল হোসেন।  তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় কর্মরত আছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন সহকারি সাব-ইন্সপেক্টর এ,এস,আই (নিঃ) জনাব শেখ জামাল হোসেন। 

জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরার পুলিশ লাইন ড্রিলসেড প্রাঙ্গণে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপী সাফল্যপূর্ন কাজের জন্য সাতক্ষীরা  জেলা পুলিশের শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হন সহকারি সাব-ইন্সপেক্টর শেখ জামাল হোসেন। 

এসময় তাকে সম্মামনা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরার জেলার পুলিশ সুপার জানাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আছাদুজ্জামানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

শেখ জামালের সাথে কথা হলে তিনি আন্দোলন৭১ নিউজকে বলেন, সম্মামনা স্মারক পাওয়ার পর অবশ্যই ভালো লাগা কাজ করে এবং ভবিষ্যতে আরও ভাল কাজ করার প্রেরণা জোগায়। যত দিন সরকার দায়িত্বে রাখবে ততদিন এভাবে দেশের জন্য সততার সাথে কাজ করে যাব।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা