• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার, এই শ্লোগানকে সামনে রেখে, সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট প্রাঙ্গণে, পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীত বস্ত্র বিতরণ করেন, পদন্নোতি প্রাপ্ত ডি আই জি মোঃ হাবিবুর রহমান বিপি এম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইওয়ান- মিজানুর রহমান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, ভোমরা ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু বিশ্বজিৎ সরকার, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুস শহীদ,
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালেক বাবলু, সাধারণ সম্পাদক শওকত আলী গাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংবাদিক আজহারুল ইসলাম সাদী প্রমুখ।

প্রধান অতিথি এলাকার জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ জুলমাত আলী গাজী’র হাতে (কম্বল) তুলে দিয়ে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন, এর পর পর্যায়ক্রমে এলাকার হত দরিদ্র শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেনে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান (নাছিম), ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আলম, ভোমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার জুয়েল ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালেক বাবলু সাধারণ সম্পাদক শওকত আলী গাইন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে প্রধান অতিথি সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (বিপিএম) হাবিবুর রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান ইমিগ্রেশন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল এর ফলক উন্মোচন করে উদ্বোধন করেন, এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের উদ্ধোতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা