• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা ও খুলনায় বাঁধ নির্মাণে ১২ হাজার কোটি টাকার প্রকল্প

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, সরকার সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সাতটি পোল্ডারের আওতাধীন বেড়িবাঁধ নির্মাণে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলমান এসব প্রকল্পের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করা হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) উপকূলীয় বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের জরাজীর্ণ ও ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলের বিভিন্ন বাঁধের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের মাধ্যমে উপকূলকে নিরাপদ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনা ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা