• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রীর শপথ নিচ্ছেন ফরিদুল হক খান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠান হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বঙ্গভবন সূত্র।

ইতিমধ্যে গণভবনে শপথের প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে বঙ্গভবনে সংক্ষিপ্ত পরিসরে শপথ আয়োজন হবে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তার শপথ। আর এ মুহূর্তে মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার ‘

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীশূন্য রয়েছে। এই দায়িত্বে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফরিদুল হক খানই পাচ্ছেন পদটি।

 

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা