• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ষড়যন্ত্রের অভিযোগ, তিন সৌদি প্রিন্স আটক : হতে পারে মৃত্যুদণ্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

আপন চাচা’সহ সৌদি রাজ পরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

৩৪ বছর বয়সি যুবরাজ সালমান তার চাচা ও রাজা সালমানের ছোট ভাই প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফসহ আরও দুজনকে আটকের নির্দেশ দেন। রাজ পরিবারের অপর দুই সদস্যের একজন রাজা সালমানের একজন ভাতিজা এবং একজন সাবেক যুবরাজ রয়েছেন।

প্রকাশিত খবরে এসব আটকাদেশের কোনও কারণ জানানো হয়নি।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালা জানিয়েছে, চাচা নায়েফ ও সাবেক ওই যুবরাজের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছেন যুবরাজ বিন সালমান।

সৌদি রাজতন্ত্রের এক সময়কার শক্তিশালী দাবিদার ওই দুই সিনিয়র সদস্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।

প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে ২০১৭ সালের জুন মাস থেকে গৃহবন্দি করে রেখেছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এবার তাকে গৃহবন্দিদশা থেকে বের করে সোজা কারাগারে নিক্ষেপ করা হলো। শুক্রবার সকালে রাজ দরবারের গার্ডরা কালো পোশাক ও মুখে মাস্ক পরা অবস্থায় তিন প্রিন্সকে আটক করে এবং তাদের বাসভবনে তল্লাশি চালায়।

মার্কিন ভিত্তিক আরএএনডি করপোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে যেকেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এটি তারই বার্তা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা