• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার, দুই জেলে অপহৃত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

শ্যামনগরে শিশু ধর্ষনচেষ্টায় দায়েরকৃত মামলায় রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অন্যদিকে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা। 

ধর্ষণচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক এসআই খবির হোসেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নুরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামে ছাত্তার গাজীর ছেলে। এ ঘটনায় শিশুর পিতা শ্যামনগর থানায় মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) খবির হোসেন জানান, প্রতিদিন মাদ্রাসা যাওয়া আসার পথে রবিউল প্রায়ই ওই শিশুকে প্রলোভন দেখাতো। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাদ্রাসা যাওয়ার পথে রবিউল শিশুটিকে ফুসলিয়ে রামজীবনপুর গ্রামে ছামাদ গাজীর মাছের ঘেরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে আসলে রবিউল পালিয়ে যায়। 

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। রবিউলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  

অন্যদিকে, গতকাল বুধবার গভীর রাতে সুন্দরবনে বৈকেরী খালে মাছ ধরার সময় জোনাব-জিয়া বাহিনীর সদস্যদের হাতে অস্ত্রের মুখে অপহরণের শিকার দুই জেলে হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার (৪০) ও হরিণগর গ্রামে মৃত লোকমান গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪৫)। 

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামে রজব গাজীর ছেলে বাক্কার জানায়, কদমতলা বন অফিস থেতে অনুমতি নিয়ে সুন্দরবনে বৈকারী খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব-জিয়া বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এ বিষয়ে সাতড়্গীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়ে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা